কলকাতা ব্যুরো: গঙ্গা দূষণ রোধ এবং নদীর জীব বৈচিত্র্য রক্ষায় চালু হলো নতুন প্রকল্প। উত্তরপ্রদেশের ৩ টি, বিহারের ২ টি এবং পশ্চিমবঙ্গের ১ টি কেন্দ্রে সোমবার থেকে চালু হলো এই প্রকল্প। এই প্রকল্পে নিযুক্ত ব্যক্তিদের বলা হবে গঙ্গা প্রহরী। যার কথা বলা ছিলো নমামি গঙ্গে মিশনেই। রাজ্যে এই প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে ব্যান্ডেলের চাঁদনী ঘাটকে। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে আছে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। তারা বিগত তিন বছর ধরে নির্বাচন করেছে স্থানগুলিকে।
সংস্থার তরফে জানা গিয়েছে, সোমবার বিশ্ব ডলফিন দিবস উপলক্ষ্যে চালু করা হয়েছে প্রকল্পটি। তবে শুধু ডলফিন নয়, গঙ্গার জীব বৈচিত্র্য রক্ষা এবং তার দূষণ রোধে প্রচার চালাবে গঙ্গা প্রহরীরা। এ জন্য ব্যান্ডেলে থাকবে পাঁচটি সুসজ্জিত নৌকো এবং একটি ছোট লঞ্চ।