কলকাতা ব্যুরো: আজ ১৬ই ডিসেম্বর। ঐতিহাসিক বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনেই মুক্তিবাহিনী এবং ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানী হানাদার বাহিনী। জন্ম হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। সেইসব বীর শহীদদের আজ স্মৃতি তর্পণ করা হচ্ছে।

এরাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাড়ম্বরে পালিত হচ্ছে বিজয় দিবস। দিনটি স্মরণে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান কার্যালয় ফোর্ট উইলিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় সেনার পূর্বাঞ্চলের সেনাপ্রধান অনিল চৌহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি মুক্তিযোদ্ধা ও ভারতীয় সেনার যৌথ অবদানের স্মৃতিচারণা করে এই যুদ্ধের স্মৃতি মনে রাখা এবং পরবর্তী প্রজন্মকে সে বিষয়ে অবগত করানোর জন্য সবাইকে আবেদন জানান। পাশাপাশি এদিন অনুষ্ঠানে উপস্থিত সংবাদমাধ্যমেরও ভূয়সী প্রশংসা করেন।

চৌহান বলেন, আগামী বছর মুক্তিযুদ্ধের ৫০ তম বর্ষপূর্তি পালন করা হবে। এই উপলক্ষে সারা দেশ জুড়ে এক বছর ব্যাপী নানা অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই এক বছর ভারতে বিজয় বর্ষ এবং বাংলাদেশ মুজিব বর্ষ হিসেবে পালন করা হবে। করোনা পরিস্থিতিতেও বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধা সহ সেদেশের সেনাবাহিনীর প্রতিনিধি দল এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য শ্রী চৌহান বাংলাদেশ সরকারকে কৃতজ্ঞতা জানান।

তিনি আর বলেন, জঙ্গী কার্যকলাপ মোকাবিলায় বর্তমানে দুই দেশের সেনাবাহিনী সমন্বয়ে রেখেই কাজ করছে। দুই দেশের সেনা এর জন্য যৌথভাবে প্রশিক্ষণ নিয়েছে। এছাড়া গত মাসে ভারতীয় সেনার পক্ষ থেকে বাংলাদেশ সেনাকে কুড়িটি প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনীর ঘোড়া ও দশটি মাইন ধ্বংসকারী অস্ত্র প্রদান করেছে।

অন্যদিকে চীন প্রসঙ্গে সেনা প্রধান জানান,চীন সীমান্তে পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। তবে ভারতীয় সেনা যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত।

Share.
Leave A Reply

Exit mobile version