কলকাতা ব্যুরো: দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে দলে যোগ দেওয়ার পর রবিবার হাওড়ায় সভায় বিজেপির মঞ্চে পা রাখলেন রাজিব ব্যানার্জি সহ এক ঝাঁক প্রাক্তন তৃণমূলী। শুধু রাজিব ব্যানার্জি, রথীন চক্রবর্তী, প্রবীর ঘোষাল রাই নন, রবিবার ডুমুরজলা স্টেডিয়ামে ওই জনসভায় তৃণমূলের বিভিন্ন মাপের জেলা নেতারা ছাড়াও ছিলেন কলকাতার টিভি সিরিয়ালের উঠতী অভিনেতা অভিনেত্রীরা।


আগের কথা মতো ভার্চুয়াল মাধ্যমে সভায় দিল্লি থেকেই উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু সভায় দিল্লির তরফে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ভাঙ্গা ভাঙ্গা বাংলায় তিনি তৃণমূলকে তার বক্তৃতায় বিদ্ধ করেন এই সভা থেকেই। সাম্প্রতিককালের বিজেপির যেসব সভা হয়েছে জেলাগুলিতে তারমধ্যে চোখে পড়ার মতো ভিড় ছিল রবিবারের ডুমুর জলা স্টেডিয়ামের সভায় ফলে এই সভা বাড়তি অক্সিজেন জুগিয়েছে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো তৃণমূলীদের।

Share.
Leave A Reply

Exit mobile version