কলকাতা ব্যুরো: বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনার তদন্তে এল তিন সদস্যের ফরেনসিক দল। সোমবার কলকাতা থেকে রাজ্যের ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থলে আসেন। তাঁরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেন তাঁদের সঙ্গে ছিলেন রেলের আধিকারিকরাও।

গত ১৩  তারিখ ময়নাগুড়ির দোমহনিতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। ১২টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। মৃত্যু হয় ৯ জনের । আহত হন ৪২ জন। আহতদের উদ্ধারকার্যে নামানো হয় সেনাবাহিনী, এসএসবি, বিএসএফ, এনডিআরএফকে ৷ এরপর ঘটনাস্থলে আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। তিনি জানিয়েছিলেন, কমিশনার অব রেলওয়ে সেফটিকে দিয়ে তদন্তের পরই দুর্ঘটনার কারণ জানা যাবে ৷

ট্রেন দুর্ঘটনার তদন্তে নামেন কমিশনার অব রেলওয়ের সেফটি লতিফ খান । তিনি আহত যাত্রীদের সঙ্গে একে একে কথা বলেন । ট্রেনের চালক-সহ দোমহনী ও জলপাইগুড়ি রোড স্টেশনের স্টেশন মাস্টারের সঙ্গেও তিনি কথা বলেন ৷ উচ্চপর্যায়ের তদন্তের জন্য আলিপুরদুয়ারে রয়েছেন রেলের শীর্ষ আধিকারিকরা।

তবে কী কারণে এই ট্রেন দুর্ঘটনা, এখনও পূর্ণাঙ্গ তদন্ত করে রিপোর্ট পেশ করতে পারেনি রেল । তবে কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছে না রেল। ইঞ্জিনের সমস্যা নাকি চালকের ভুল, সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে কারণ, চালক আগেই বুঝতে পেরেছিলেন, একটা সমস্যা ইঞ্জিনে হচ্ছে। তা সত্ত্বেও তিনি কেন ট্রেনটি চালালেন সেই প্রশ্নও উঠছে ।

Share.
Leave A Reply

Exit mobile version