কলকাতা ব্যুরো: আদালতের নির্দেশে এবার আর রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবর ছট পুজোর আয়োজন করা যাচ্ছে না ধরে নিয়েই বিকল্প ব্যবস্থা করল রাজ্য। কলকাতা পুরসভা এবং কেএমডিএ ইতিমধ্যেই ৪৪ টি জায়গায় অস্থায়ী পুকুর ঘাট তৈরির কাজ করেছে। ওই ঘাটগুলি ব্যবহার করেই পুণ্যার্থীরা এবার পুজোয় ওই জলাশয় গুলি ব্যবহার করবেন।

একইসঙ্গে তৈরি করা হয়েছে কৃত্রিম জলাশয়ও। এমন একটি জলাশয় তৈরি করা হয়েছে প্রিন্স আনোয়ার শাহ রোড টিপু সুলতান মসজিদের কাছে। বেশ কিছুদিন ধরেই পুরসভার কর্মীরা ওই জলা তৈরি করেছেন।

বুধবার দুপুরে সেখানে যান পুর প্রশাসক ফিরহাদ হাকিম। কিভাবে জলাশয় তৈরি হয়েছে, তা কতটা কার্যকর হতে পারে ছট পুজোয়, এই বিষয়গুলি খতিয়ে দেখেন পুরমন্ত্রী। একই সঙ্গে তিনি সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

Share.
Leave A Reply

Exit mobile version