কলকাতা ব্যুরো: কপিল মুনির আশ্রম এর মন্দির ঢোকার মুখেই তৈরি দোকান গুলির একটির গাঁয়ে বাসা বেঁধেছিল বোলতা। সেই বোলতার চাক ভেঙে মধু পাওয়ার চেষ্টা করতে গিয়েই অগ্নিকান্ডে ভস্মীভূত হলো বেশ কয়েকটি দোকান। ক্ষতি হয়েছে কয়েক লক্ষ টাকার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে সাগরে কপিল মুনির আশ্রম থেকে সামান্য দূরে। দীর্ঘ সময় ধরে অগ্নিকাণ্ডে দোকান গুলি হয়ে গেলেও দমকল তা আয়ত্তে আনতে পারেনি জানিয়ে প্রবল ক্ষোভ ব্যবসায়ীদের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে একটি লাঠির মাথায় কাপড় জড়িয়ে তাতে কেরোসিন তেল দিয়ে আগুন দিয়ে দেয় কিছু যুবক। বোলতার চাক পোড়ার সঙ্গেই তা থেকে দ্রুত আগুন লেগে যায় আশপাশে। এরই মধ্যে পাশের একটি দোকানে গ্যাস সিলিন্ডার রাখা ছিল। আগুন গিয়ে গ্যাসের সিলিন্ডারে ছুঁয়ে ফেলে। সিলিন্ডারের পাইপ আগুনে গলে যাওয়ার পর, সেখান থেকে গ্যাস বেরিয়ে দ্রুত তা আরও ভয়ঙ্কর আকার ধারণ করে। তারই সঙ্গে সমুদ্রের হাওয়া আগুনকে আরও বাড়িয়ে দেয়।

Share.
Leave A Reply

Exit mobile version