কলকাতা ব্যুরো: মঙ্গলবার দুপুরে হঠাৎই আগুন লাগে তোপসিয়ার বস্তিতে। দ্রুত সে আগুন ছড়িয়ে পড়ে খালের ধারে থাকা অন্য ঝুপড়িতে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়তে থাকে আশপাশের এলাকায়। ঘন্টাখানেক পরেও আগুন সম্পূর্ণ নেভার কোনো লক্ষণ নেই। ইতিমধ্যেই দমকলের ১২ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নেমে পড়েছে কিন্তু খালের ধারের দিকে আগুন নেভানোর যখন চেষ্টা করে দমকল, তখন আগুন বস্তির আরো ভিতরে ঢুকে পড়েছে।


এই বস্তি এলাকায় বেশকিছু দাহ্য পদার্থ এর গোডাউন রয়েছে বলে জানা গিয়েছে। ফলে দমকলের এখন বড় চ্যালেঞ্জ ওইসব দাহ্য পদার্থের গোডাউনে আগুন পৌঁছনোর আগেই তাকে নিয়ন্ত্রণ করা। ইতিমধ্যেই ৫০ থেকে ৬০ টি ঝুপড়ি আগুনে পুড়ে গিয়েছে। যদিও হতাহতের কোনো খবর এখনো নেই। কিন্তু যেভাবে বাইপাস লাগোয়া এই বস্তিতে আগুন লাগার পর তা এখনও ছড়িয়ে পড়ছে, তাতে কিভাবে একে নিয়ন্ত্রন করা হবে, তা নিয়ে কিছুটা দিশেহারা দমকলের আধিকারিকরা।

Share.
Leave A Reply

Exit mobile version