কলকাতা ব্যুরো: গতকাল রাত্রে এন.এস রোডে অবস্থিত জেসপ বিল্ডিং এর পাশে ৬৯ এন.এস. রোডে “শীল বাবুর বাড়ি” নামে পরিচিত একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগে। বাড়িটি মূলত রবার জাত সামগ্রী, সিন্থেটিক পাইপ প্রভৃতির দোকানে ঠাসা৷ ১১ টা নাগাদ আগুন নজরে আসলে দমকল পৌঁছায়৷ প্রসঙ্গত উল্লেখ্য পার্শ্ববর্তী জেসপ বিল্ডিংটিতে কারা দপ্তর, কৃষি দপ্তর ও নির্বাচনী দপ্তরের অফিস রয়েছে এবং বাড়িটির ভিতরে মূলত প্রাচীন কাঠের কাঠামো রয়েছে যা সহজেই দাহ্য৷

বেশ কিছুক্ষণ আগুন নেভানোর চেষ্টা কাজে না এলে কারাবিভাগের কন্ট্রোল রুমে কর্তব্যরত কারারক্ষী ঝন্টু বাগ ও সুখেন্দু পাইকার ঘটনাস্থলে উপস্থিত দমকল আধিকারিক দের জেসপ বিল্ডিং থেকে জল ঢেলে পাশের বিল্ডিং এর আগুন নেভানোর কথা বোঝাবার চেষ্টা করেন৷ অনেক চেষ্টার পর লালবাজারের দমকল কেন্দ্রের সিনিয়র লিডার বিশ্বজিত পালের তৎপরতায় জেসপ পরিদর্শনের পর সংশোধন প্রশাসন দপ্তরের জানলা দিয়ে পাশের গলির উল্টোদিকের বাড়িটির আগুন নেভানোর চেষ্টা শুরু হয় এবং তা ফলপ্রসূ হয়৷ দ্বিতীয় তলে আগুন নিয়ন্ত্রনে এলেও কিছুক্ষণ পর তৃতীয় তলে আগুন ছড়ায়৷ সকাল পর্যন্ত আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি৷

Share.
Leave A Reply

Exit mobile version