ছবি ও প্রতিবেদন গৌর শর্মা

বৃহস্পতিবার রাতে আসানসোল উত্তর বিধানসভা সভার ওকে রোড উত্তাল হয়ে উঠে রাজনৈতিক সংঘর্ষেl স্থানীয় এক আইনজীবীর চেম্বারের সাইনবোর্ড সহ ভাঙচুর একটি মোটর বাইক। প্রায় কয়েক শো তৃণমূল সমর্থক ঝান্ডা নিয়ে রাস্তায় নেমে পড়েন।


তাদের অভিযোগ, বি, জে, পি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি ঝাড়খন্ডসহ ভিনরাজ্যের সমাজবিরোধীদের নিয়ে তিন তলা একটি বাড়িতে সভা করছেন l এই খবর চাউর হতেই দলে দলে তৃণমূল সমর্থকরা ঐ বাড়ির সামনে বিক্ষোভ দেখান l শুরু হয় ইট পাথর ছোড়াছুড়ি l পরে পুলিশ এসে অবস্থার সামাল দেয় l বি, জে, পির অভিযোগ তৃণমূল সমর্থকরা এই ঘটনা ঘটিয়েছে l এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে l এলাকায় পুলিশ মোতায়ন রয়েছে।
যদিও এ রাজ্যের সীমানায় থাকা অন্য রাজ্যগুলিকে তাদের সীমান্ত সিল করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তারপরেও ভিন রাজ্য থেকে লোক ঢোকার অভিযোগ উঠছে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, আসানসোলের মতো সীমান্ত লাগোয়া জেলাগুলিতে।

Share.
Leave A Reply

Exit mobile version