কলকাতা ব্যুরো : আনন্দপুর ফর্টিস হাসপাতাল থেকে পরিচালক রাজ চক্রবর্তীর বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শুক্রবার বলা হয়,রাজ চক্রবর্তীর বাবা কৃষ্ণ চক্রবর্তী খুবই সংকটজনক অবস্থায় ফর্টিস হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার বয়স্ ৭৫ বছর হয়েছিল। ১৩ আগষ্ট উনি হাসপাতালে ভর্তি হন। তার কোভিড থেকে নিউমোনিয়া ধরা পড়ে এবং দুবার তাকে ভেন্টিলেশনেও রাখা হয়। দুবার ভেন্টিলেশনে থেকে বেরিয়েও আসেন । কিন্তু তার হৃদযন্ত্র কাজ না করায় তিনি হার্ট ফেল করেন।
তিনি উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসেও ভুগছিলেন। তাকে তৃতীয় বার ভেন্টিলেশনে দেবার পর আর শেষ রক্ষা করা যায় নি। তিনি আজ মারা যান। তার মৃত্যুতে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে গভীর শোক ও তাঁর পরিবারকে সমবেদনা প্রকাশ করে একটি মিডিয়া বার্তা দিয়েছেন।
প্রসঙ্গত, তাঁর পুত্র পরিচালক রাজ চক্রবর্তী ও এখন রয়েছেন কোয়ারান্টিনে। এদিনই তাঁর চূড়ান্ত কোভিড-১৯ পরীক্ষা হওয়ার কথা ছিল।