কলকাতা ব্যুরো: দীর্ঘ ১৫ মাসের কৃষক আন্দোলনে শেষমেশ ইতি। আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলো কৃষক সংগঠন গুলির প্রধান সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা। গত ১৯ নভেম্বর, জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় খানিক অপ্রত্যাশিতভাবেই কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখনই সংযুক্ত কিষাণ মোর্চা জানিয়েছিল, তিনটি কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানালেও আন্দোলনের সময় মৃত কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণ এবং ন্যূনতম সহায়ক মূল্য বৃ্দ্ধির দাবি আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিল কৃষক সংগঠনগুলি।

আন্দোলনরত কৃষকরা বৃহস্পতিবার জানিয়েছেন, আগামী ১১ ডিসেম্বর থেকে তাঁরা বাড়িতে ফিরতে শুরু করবেন। আজ বিকেল সাড়ে ৫ টার সময় আন্দোলনে তাদের জয়কে উদযাপন করতে প্রার্থনা করবেন কৃষকরা। একই সঙ্গে আগামী ১১ ডিসেম্বর সকাল ৯ টায় সিঙ্ঘু ও টিকরি সীমান্তে দুটি বিজয় মিছিল করার কথা রয়েছে আন্দোলন প্রত্যাহারকারী সংগঠনগুলির।

জানা গিয়েছে শুধু মিছিলই নয়, আগামী ১৩ ডিসেম্বর অমৃতসরের স্বর্ণ মন্দিরে প্রার্থনা করবেন কৃষকরা। সূত্রের খবর, চলতি মাসের ১৫ তারিখ নিজেদের মধ্যে বৈঠক বসে পরবর্তী কর্মসূচি ঠিক করবে কৃষক সংগঠনগুলি।

কৃষক নেতা গুরনাম সিং বলেন, কেন্দ্র আমাদের সমস্ত দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই আপাতত আমরা আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। উল্লেখ্য, সরকারের তরফে বিক্ষোভরত কৃষকদের একটি চিঠি দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয়, MSP অর্থাৎ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারনের জন্য একটি কমিটি গঠন করা হবে। এছাড়াও কৃষকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা হবে।

উল্লেখ্য, গত সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোনে আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বলেন। এরপর মঙ্গলবার সিংঘু -হরিয়ানায় কৃষকরা একটি বৈঠক করেন। এরপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনটি কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়ে নরেন্দ্র মোদী বলেছিলেন, আমাদের তরফেই হয়তো কোনও খামতি রয়ে গিয়েছে যে আমরা সব কৃষকদের বোঝাতে পারিনি। কিন্তু, আজ পবিত্র মন থেকে বলছি, যা করেছিলাম কৃষকদের জন্য করেছি। যা করছি কৃষকদের জন্য করছি। প্রাকৃতিকভাবে চাষাবাদ, ন্যূনতম সহায়ক মূল্য ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হবে। যেখানে থাকবেন কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রতিনিধিরা, কৃষি বিজ্ঞানীরা এবং কৃষকরা। আমাদের সরকার কৃষকদের জন্য কাজ করে।

Share.
Leave A Reply

Exit mobile version