কলকাতা ব্যুরো: কেন্দ্রের কৃষক স্বার্থ বিরোধী কৃষি বিলের প্রতিবাদ জানালেন আসানসোলের সাংস্কৃতিক কর্মীরা। l শনিবার আসানসোল রবীন্দ্র ভবন থেকে লেখক, শিল্পী, নাট্য কর্মী, কবি ও শিক্ষা জগতের বিশিষ্ট রাত মিছিল করেন। বিদ্যাসাগর সাগর মূর্তি হয়ে রবীন্দ্র ভবনের সামনে পর্যন্ত কবিতা পাঠ, আবৃত্তি, সংগীত পরিবেশনের মাধ্যমে বিক্ষোভ দেখান তারা l সেখানে বক্তব্য রাখেন অধ্যাপক শান্তনু বন্দ্যোপাধ্যায়, সুচেতনা সরকার, সুরজিৎ ভট্টাচাৰ্য প্রমুখ l

প্রতিবাদে উপস্থিতি ছিলেন নাট্যকর্মী স্বপন বিশ্বাস, সমীর দত্ত, বিশিষ্ট সমাজসেবী সুদেষ্ণা ঘটক, চিত্রশিল্পী সুমিত গাঙ্গুলি, কবি বিকাশ গায়েন, সংগীত শিল্পী শুভ্রা সরকার, মধুমিতা জামিনদার ও অভিজিৎ মিত্র প্রমুখ l

Share.
Leave A Reply

Exit mobile version