কলকাতা ব্যুরো: ওয়েলে নেমে বিরোধীদের বিক্ষোভ, বিলের কপি ছেড়া থেকে স্পিকারের মাইক ধরে ঘুরিয়ে দেওয়া -এতকিছুর পরেও ধ্বনি ভোটই রাজ্যসভাতেও পাস হয়ে গেল কৃষি বিল। রবিবার রাজ্যসভায় কৃষি বিল পেশ করা হয়েছিল। কিন্তু বিরোধীদের প্রবল বিরোধিতার জন্য প্রথম দফায় সভা মুলতবি হয়ে যায়।

দুপুরে ফের অধিবেশন শুরু হলে ধ্বনি ভোটে বিল পাশ করিয়ে নেয় বিজেপি। যদিও রাজ্যসভার থেকে বেরিয়ে এসে বিরোধীরা এই কৃষি বিল এর প্রতিবাদে ধরনায় বসেন। যদিও আদতে তাতে কাজের কাজ কিছুই হয়নি।

Share.
Leave A Reply

Exit mobile version