কলকাতা ব্যুরো: বাঙালি যেখানেই যাক না কেন, সে থাকবে বাংলাতেই। বাংলা তার চোখ বা বাংলা তার লক্ষ্য। সে গদির রক্ষা বা গদি থেকে হঠানো, যাই হোক না কেন।
রবিবার ছুটির দিনে রাজ্যসভায় কৃষি বিল পেশ করা হয়েছিল। ধ্বনি ভোটে সে বিল পাস করাতে উদগ্রীব ছিল বিজেপি ও এনডিএ। আর তাদের বিরোধিতায় অন্যদের সঙ্গে একেবারে ফ্রন্টলাইনে তৃণমূল কংগ্রেস। ওয়েলে নেমে বিক্ষোভ হল। চিৎকার হলো। ঠেলাঠেলি হল। ঘাড়ে ওঠা হল। ছেঁড়া হল বিলের কপি। মুহুর্মুহু উঠল বিজেপির বিরুদ্ধে স্লোগান। বিরোধীরা বাইরে বেরিয়ে তখন নতুন করে বিজেপি বিরোধিতার নাড়া তুললেন।

নাটকের যদি এটা প্রথম অধ্যায় হয়, তবে দ্বিতীয় অধ্যায় সংসদের বাইরে বঙ্গ বিজেপি শিবির। এরাজ্যে এখন বিজেপি-র সাংসদদের ছড়াছড়ি। বিল পাস আটকাতে ভিতরে কেন্দ্রীয় বিজেপিকে চাপে ফেলতে তৃণমূল যে হল্লা করেছে, বাইরে তার জবাব দিতে কোমর বেঁধে নেমে পড়লেন বাংলার পদ্মফুলের সাংসদরা। একেবারে লাইন দিয়ে দাঁড়িয়ে মুহুমুহু ধ্বনি তুললেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। রাজ্য সরকারের বিরুদ্ধে আওয়াজ উঠল বিজেপির সাংসদদের গলায়।

যদিও ঘটনাস্থল দিল্লি। রাজ্য থেকে বহুদূরে। কিন্তু নিশানা যখন রাজ্যের গদি, বিশেষ করে সামনে বিধানসভা ভোট। তাই রণে বনে জলে জঙ্গলে যেখানেই হোক না কেন লক্ষ্য রাজ্য বিরোধীতা। তাই দিল্লিতে দাঁড়িয়েই চলল রাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ।

Share.
Leave A Reply

Exit mobile version