কলকাতা ব্যুরো: পয়সা দিয়ে চ্যানেলের টিআরপি বাড়ানোর একটি চক্রের হদিশ পেয়েছে মুম্বাই পুলিশ। এই চক্করে অর্ণব গোস্বামীর রিপাবলিক টিভি জড়িত বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন মুম্বাইয়ের পুলিশ কমিশনার পরম বীর সিং। তার অভিযোগ, রিপাবলিক টিভি টিআরপি বাড়ানোর জন্য পয়সা দিয়েছিল। এই টিআরপি কেলেঙ্কারিতে জড়িত অভিযোগে ইতিমধ্যেই মুম্বাই পুলিশ অন্য দুটি লোকাল চ্যানেলের চার কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। পুলিশ কমিশনারের বক্তব্য, পয়সা দিয়ে টিআরপি বাড়িয়ে বাড়তি বিজ্ঞাপন টানার চেষ্টা হয়েছে এই ঘটনায় কোন অ্যাকাউন্ট থেকে কোথায় টাকা নিয়েছে সে সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।
সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যু, ঘটনা পরম্পরায় অনেককেই জড়িয়ে দিয়েছে বিতর্কে। সে ক্ষেত্রে বিহারের প্রাক্তন ডিজি গুপ্তেশ্বর পান্ডে থেকে কঙ্গনা রানাওয়াত হয়ে মাদকচক্রের বলিউড, এমনকি শিবসেনা থেকে মুম্বাই পুলিশ জড়িয়েছে বিতর্কে। আবার সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর ঘটনা নিয়ে সংবাদমাধ্যমগুলির, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার বাড়াবাড়ি নিয়ে মামলাও দায়ের হয়েছে। ইতিমধ্যেই অর্ণব গোস্বামীর রিপাবলিক চ্যানেল এমন এমন কিছু খবর দেখিয়েছে, যা নিয়ে মিথ্যা দেখানোর অভিযোগ উঠেছিল।
কিন্তু এইমস ময়নাতদন্তের রিপোর্টে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে খুন নয় বলে জানিয়ে দেওয়ার পরেই এবার পাল্টা রাস্তায় হাঁটতে শুরু করেছে মুম্বাই পুলিশ। কেননা এই ঘটনায় জুন মাস থেকে প্রায় তিন মাস ধরে মুম্বাই পুলিশকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে গোটা দেশ। এবার উল্টো পথে হেঁটেই মুম্বাই পুলিশ এমন চাঞ্চল্যকর অভিযোগ আনল কিনা রিপাবলিক টিভির বিরুদ্ধে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এর আগে ভারতের ইতিহাসে এমন অভিযোগ সামনে আসার নজির নেই।
পুলিশ কমিশনার জানিয়েছেন রিপাবলিক টিভি থেকে চাকরি ছেড়ে যাওয়া কিছু কর্মী এবং বর্তমানে কেন্দ্রে থাকা কর্মীদের মাধ্যমে কিছু ডকুমেন্ট তাদের হাতে এসেছে তার ভিত্তিতেই দেখা যাচ্ছে পয়সা দিয়ে টিআরপি বাড়ানোর চক্রে শামিল ছিল এই সংবাদমাধ্যম
আপাতত মুম্বাই শহরে প্রায় দু’হাজার বাড়িকে এইভাবে জাল কোনটির মাধ্যমে তাদের টিআরপি অংশ হিসেবে দেখানো হয়েছে বলে দাবি করেছেন পুলিশ কমিশনারওই পরিবারগুলিকে মাসে 5000 টাকা করে চ্যানেলের তরফ দিয়ে ওই সংবাদমাধ্যম দেখাতো এরা সারাদিন ধরেই রিপাবলিক টিভি দিয়ে রাখেন হলে তাকে রিপাবলিকে অনেকের থেকে এগিয়ে রেখেছিল যার ফলে বিজ্ঞাপনেও সেই আর্থিক সুবিধা পেত অর্ণব গোস্বামীর চ্যানেল। ইতিমধ্যে রিপাবলিক টিভি মালিক ম্যানেজার সহ বেশ কয়েকজন নামে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মুম্বাই পুলিশের কমিশনার