কলকাতা ব্যুরো: ২০১৮ সাল থেকে ফেরার থাকা এনামুল হক নামে এক জালনোট পাচারকারীকে বৃহস্পতিবার মালদার কালিয়াচক সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে এনআইএ। বাংলাদেশ থেকে এদেশে জাল নোট পাচারের ক্ষেত্রে এনামুল দীর্ঘদিন ধরেই বিভিন্ন তদন্তকারী সংস্থার নজরে ছিল। এর আগেও একাধিকবার তার বিরুদ্ধে জালনোট পাচারের অভিযোগ উঠেছে। এনামুলের সম্পর্কে তথ্য দিতে পারলে 25000 টাকা পুরস্কার ঘোষণা করেছিল কেন্দ্রীয় সংস্থা। এদিন এনামুলকে ধরতে পারায় বাংলাদেশ সীমান্তে জালনোট কারবারিদের এক বড় মাথাকে জলে তোলা গেল বলে মনে করছেন তদন্তকারীরা।
এর আগেও একাধিকবার সিআইডি, সিবিআইয়ের নজরে এসেছে এনামুল। তবে ২০১৮ সাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অথচ বিভিন্ন সময় কালিয়াচক, বৈষ্ণবনগর সীমান্ত থেকে ধরা পড়া জাল নোট চক্রের ক্যারিয়ারদের জেরা করে এর পিছনে এনামুলের জড়িত থাকার অভিযোগ পেয়েছিল তদন্তকারী সংস্থাগুলি।
এক তদন্তকারী অফিসারের কথায়, বাংলাদেশ থেকে জাল নোট পাচারকারীদের সঙ্গে এদেশের যে কয়েকজনের খুব বেশি যোগাযোগ তাদের মধ্যে এনামুল অন্যতম। এদেশে ঢোকার পর তার মাধ্যমে সেগুলি বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে। সেই অর্থে এনামুলের ধরা পড়া ভারতবর্ষের জালনোট পাচার চক্রের পিছনে থাকা বড় মাথাদের ধরার জন্যে বড় হাতিয়ার হতে পারে।

Share.
Leave A Reply

Exit mobile version