কলকাতা ব্যুরো: সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা অতি সংকটজনক। চিকিৎসায় তিনি কোন সাড়া দিচ্ছেন না। চিকিৎসকরা জানিয়েছেন, তার স্নায়ু সক্রিয় নয়। কোনো ওষুধেই কাজ হচ্ছে না। বর্ষীয়ান এই অভিনেতার উপরে এখন শুধুমাত্র নজরদারি ছাড়া আর কোন কিছু করে উঠতে পারছেন না চিকিৎসকরা।
হঠাৎ করে গত শুক্রবার থেকেই বর্ষীয়ান এই অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । শনিবার দুপুরের পর তা আরো প্রকট হয়। কোন অঙ্গ প্রত্যঙ্গ সাড়া দিচ্ছে না। এই অবস্থায় মাল্টি অর্গান ফেলিওর আশঙ্কা করছেন চিকিৎসকরা। যদিও যতভাবে সম্ভব তার চিকিৎসার সব রকম চেষ্টা জারি রয়েছে। কিন্তু কোনো ওষুধেই সাড়া না মেলায় নতুন করে আর কিছু এখনই করে উঠতে পারছেন না চিকিৎসকরা।
তার শারীরিক অবস্থার প্রবল অবনতি হলেও সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে শনিবার থেকেই নানা গুজব শুরু হয়েছে। ফেসবুক, টুইটার তাকে নিয়ে নানান দুঃখজনক খবর লেখা হচ্ছে, যাতে বিভ্রান্ত হচ্ছেন মানুষ। এই দায়িত্বজ্ঞানহীন সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন বিজেপির নেতা অনুপম হাজরা। একসময়ের সংসদ তথা বিশ্বভারতীর অধ্যাপক তার ফেসবুক পোস্টে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে যা লিখেছেন, তাকে তার দায়িত্ব জ্ঞান নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি কোনো অঘটন ঘটেনি জানার পরেও, তিনি সেই পোস্ট না সরানোয় বিষয়টি বিজেপির শীর্ষ নেতৃত্বের কানে গিয়েছে।
বিজেপি সূত্রে খবর সর্বভারতীয় নেতা হিসেবে অনুপম বিহারে জোট সরকার নিয়ে বৈঠকে যোগ দিতে গিয়েছেন। তাকে ফোনে ধরা গেলেই এ ব্যাপারে সতর্ক করা হবে।

Share.
Leave A Reply

Exit mobile version