কলকাতা ব্যুরো: রবিবার রাতে ঢাকায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। রাত পর্যন্ত ৪০ জন জখম হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। এদিন রাত আটটা নাগাদ ঢাকার মোগবাজার ওয়্যারলেস গেট এলাকায় বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। একটি বাড়ি ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হয়। বেশকিছু গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও বিস্ফোরণের সঠিক কারণ রাত পর্যন্ত জানা যায় নি। পুলিশ ও দমকল গিয়ে গোটা এলাকা ঘিরে ফেলেছে। যদিও বিস্ফোরণের সঠিক কারণ এখনো অজানা।

এদিকে আজ ভোর রাতে জম্মুর বিমান ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনায় গুরুতর আতঙ্ক ছড়িয়েছে কাশ্মীর উপত্যকায়। জম্মুতে সেনাবাহিনীর ছাউনির কাছাকাছি পরপর দুটি বিস্ফোরণ হয়। দুজন ওই ঘটনায় অল্পবিস্তর জখম হয়েছেন। গোটা ঘটনায় তদন্ত ভার নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা।

Share.
Leave A Reply

Exit mobile version