শেয়ার বাজারে বিনিয়োগের জন্য যোগাযোগ
মৈনাক শর্মা
8759689108 (call and WhatsApp)

বিশ্ব বাজারে অনুকূল তেলের দাম সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমস্যা সমাধানের নিতিবাচক ইঙ্গিত সাথে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া পাঞ্জাব এবং মণিপুরে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে ছিলো বিজেপি, এই সব কিছু নিয়েই আজ ১০ মার্চ উপরেই বন্ধ হয় শেয়ার বাজার।

বি এস ই sensex ৮৭১ পয়েন্ট লাফিয়ে ৫৫৪৬৪ র ঘরে। NIFTY ২৪৯ পয়েন্ট বেড়ে ১৬৫৯৪ র ঘরে পৌঁছায়। তুরস্কে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা মিলিত হবেন এমন খবর মার্কেটে আবার পরে শেষ মুহূর্তে আরও উপরে ওঠে দুই সূচক।

HUL , JSW স্টীল, SBI Bank, টাটা স্টীল আজকের বাজারে লাভকারী স্টক। অন্যদিকে ONGC, TCS, coal India, DR রেড্ডি টেক মাহিন্দ্রা নীচে দিকেই রয়ে যায়।

ইন্ডিয়া ভিক্স এ কম্পাঙ্কের মাত্রা ২৫.৫৮ যা বাজারের পূর্ব ছন্দে ফেরবার আশা কে সমর্থন করেছে। তবে Nifty ১৬৮২০ উপরে বন্ধ না হলে এখনও আগের মতো ছন্দের আশা না করায় ভালো। Nifty বন্ধের ভিত্তিতে ১৬৪১৮ এর উপরে টিকিয়ে রাখতে না পারলে বুল রানের অক্ষমতা ও তীক্ষ্ণ মুনাফা বুকিং হতে পারবে না।

অপশন ফ্রন্টে, ১৮০০০ স্ট্রাইক এবং ১৭০০০ স্ট্রাইক অনুসরণ করে সর্বাধিক কল ওপেন ইন্টারেস্ট ছিল, যেখানে সর্বোচ্চ পুট ওপেন ইন্টারেস্ট ১৬০০০ স্ট্রাইক ও ১৫৫০০ স্ট্রাইক দেখা গেছে।

২ , ৫ দিনের জন্যে সুইং বিনিয়োগের উপযোগী কোম্পানী Radico khaitan। বর্তমান বাজার মূল্য ৯২৪। Stop loss ৮৮০।

Share.
Leave A Reply

Exit mobile version