কলকাতা ব্যুরো: কলকাতা শহরের জল জমার সমস্যাকে দূর করতে এবার সাহায্য নেওয়া হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের। উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন জয়গায় জল জমার সমস্যা রয়েছে। তাতে ভুগতে হয় সাধারণ মানুষকে। দু-একদিনের টানা বৃষ্টিতেই বিস্তীর্ণ এলাকায় জল জমে যায় উত্তর কলকাতায়। দক্ষিণ কলকাতাতেও অনেক এলাকায় এই সমস্যা রয়েছে।

তবে কলকাতা পৌরনিগম এবার শহরের জল জমার সমস্যাকে মেটাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের সাহায্য নিচ্ছে। ইতিমধ্যে কলকাতা পৌরনিগমের সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বৈঠক হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় এই সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব দেবে। যেমন শহরের কোন কোন এলাকায় কী কারণে জল জমছে। কোন এলাকায় নিকাশি নালার পাইপে সমস্যা রয়েছে। শহরের নিচু এলাকাগুলিতে জল জমার সমস্যায় ভুগতে কী করতে হবে। এর পাশাপাশি পাম্পিং স্টেশনগুলির কী অবস্থা। পাম্পিং স্টেশনগুলিতে কী কী বদল করতে হবে তা নিয়েও পরামর্শ দেবে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগ।

কলকাতা শহরের নিকাশি ব্যবস্থা তৈরি হয়েছে সেই ব্রিটিশ আমলে। তারপর শহরের জনসংখ্যা বিপুল হারে বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে শহরে পাল্লা দিয়ে বেড়েছে বাড়িঘর-দোকানপাট। আধুনিকমানের নিকাশি ব্যবস্থা করতে গেলে বেশ কিছু বদলের প্রয়োজন। কলকাতা পৌরনিগমের ইঞ্জিনিয়ারিং বিভাগ বিভিন্ন সময়ে নিকাশি নালার বদল করেছে। বিশেষজ্ঞদের মতামত নেওয়ার জন্য এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের পরামর্শ নিয়ে কাজ করবে কেএমসি।

ইতিমধ্যে কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম শহরের নিকাশি ব্যবস্থার উন্নয়নের কাজের জন্য সবুজ সংকেত দিয়েছিলেন। এরপরে শহরের নিকাশি ব্যবস্থা আধুনিকীকরণের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের সাহায্য চাওয়া হয়। এই বিষয়ে কলকাতা পৌরনিগমের সঙ্গে কয়েক দফা বৈঠক করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগ।

Share.
Leave A Reply

Exit mobile version