কলকাতা ব্যুরো: ন্যাশনাল হেরাল্ড মামলায় টানা দু’দিন জিজ্ঞাসাবাদ রাহুল গান্ধীকে। তাতেও সন্তুষ্ট নয় ইডি। বুধবার ফের তলব করা হয়েছে কংগ্রেস নেতাকে। ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুলকে প্রথম তলব করা হয় সোমবার। সেদিন সকাল ১১ টা থেকে রাত ১১টা পর্যন্ত জেরা করা হয় প্রাক্তন কংগ্রেস সভাপতিকে। ইডি আধিকারিকরা রাহুলের সব জবাবে সন্তুষ্ট হতে না পেরে মঙ্গলবার ফের তলব করেন তাঁকে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ দিল্লির ইডি অফিসে যান রাহুল। এদিনও গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। সূত্রের দাবি, দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদেও পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি তদন্তকারী আধিকারিকরা। তাই বুধবার ফের তলব করা হয়েছে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে।
এদিকে সোমবারের মতো মঙ্গলবারও রাহুলের সঙ্গে ইডি অফিস পর্যন্ত যাওয়ার চেষ্টা করেন বর্ষীয়ান কংগ্রেস নেতারা। কিন্তু এদিন ফের তাঁদের আটকে দেওয়া হয়। দিল্লি পুলিশ এদিন ফের কেসি বেণুগোপাল, রণদীপ সিং সুরজেওয়ালা, অধীর চৌধুরী, রণদীপ হুডা, ইমরান প্রতাপগ্রাহীর মতো সিনিয়র নেতাদের হেফাজতে নেয়। শুধু তাই নয়, রণদীপ সিং সুরজেওয়ালার মতো বর্ষীয়ান কংগ্রেস নেতাদের আটক করে টানা থানায় আটকে রাখারও অভিযোগ উঠেছে। আটক করা হয় দিল্লির বহু কংগ্রেস কর্মীকে। এছাড়াও যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বিভি-সহ বহু বেশ কিছু কংগ্রেস নেতাকর্মীকে মারধর করারও অভিযোগ ওঠে।
তবে সূত্রের খবর, বুধবারও তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির শীর্ষ আধিকারিকরা। রাহুল যদি বুধবার ফের হাজিরা দেন, সেক্ষেত্রেও দিল্লির রাজপথ উত্তাল হওয়ার আশঙ্কা থাকছে। সেই মতো আগাম প্রস্তুতি নিচ্ছে দিল্লি পুলিশ।