কলকাতা ব্যুরো: গরু পাচারের অভিযুক্ত এনামুল হককে নিয়ে নাকানিচোবানি সিবিআইয়ের। দিল্লির আদালত থেকে তাকে হেফাজত পাওয়া যায়নি। আবার দিল্লির আদালতের নির্দেশে আজ দুপুরে এসে এনামুল হকের কলকাতায় নিজাম প্যালেসে সিবিআই এর দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু সেখানেও বিপত্তি। এনামুলের আইনজীবী সিবিআইকে মেল করে জানিয়েছিলেন, তার মক্কেলের করোনা ধরা পড়েছে।

যদিও সিবিআই তাতে আমল না দিয়ে আজ সকালে তাকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য তাগাদা দেয়। ফলে এ দিন বেলা পৌনে এগারটা নাগাদ তিনি নিজাম প্যালেসে আসেন তাকে কিছুক্ষণ জেরা করার পর, সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা তাকে নিয়ে গিয়েছেন বেলেঘাটা আইডি হাসপাতাল। এখন সেখানে তার নতুন করে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। সিবিআই সূত্রে খবর, যদি বেলেঘাটা আইডি হাসপাতাল এর পরীক্ষায় তার করোনা ধরা না পড়ে, সে ক্ষেত্রে তাকে হেফাজাতে নেবে সিবিআই। এর পর আসানসোল আদালতে তাকে তোলা হবে। কেননা করোনা হয়েছে বলে আগে যে রিপোর্ট তিনি তদন্তকারী অফিসারদের দিয়েছেন, তা বিশ্বাস করছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কিন্তু বেলেঘাটা আইডি হাসপাতাল এর রিপোর্ট যদি করোনা ধরা পড়ে, সে ক্ষেত্রে সিবিআই কি করবে তা নিয়ে অবশ্য দোটানায় রয়েছেন তদন্তকারীরা। সেক্ষেত্রে তাকে ১৪ দিন হাসপাতালে ভর্তি রাখার পর গ্রেপ্তার করা হতে পারে।

দিল্লির বিশেষ আদালতে তাকে সিবিআই তুললেও আদালত সেদিন সোমবার দুপুর বারোটা পর্যন্ত তাকে জামিন দিয়েছিল। একই সঙ্গে আদালত তার রায় জানিয়েছিল, এই মামলায় সিবিআইয়ের তাকে গ্রেপ্তারের যথোপযুক্ত তথ্য-প্রমাণ বা প্রয়োজনীয়তা কোনটাই দেখেনা আদালত। তার পরেও তাকে এই দিন পর্যন্ত আগাম জামিন দিয়ে সোমবার সিবিআইয়ের কাছে হাজির হতে বলেছিল।

Share.
Leave A Reply

Exit mobile version