কলকাতা ব্যুরো: এক ট্রেনের চালকের তৎপরতায় বেঁচে গেল তিনটি হাতি। এদের মধ্যে একটি বাচ্চা। গোটা ঘটনার সেই ভিডিও টুইটার করে পোস্ট করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। ঘটনাটি ঘটেছে কয়েকদিন আগে রাজ্যের ডুয়ার্সের রেলপথে। সেবক থেকে গুমলা রেলপথে ডুয়ার্সের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল সেই ইঞ্জিনটি।
কিছুটা দূর থেকেই সেই ইঞ্জিনের চালক নজর করেন, প্রথমে একটি হাতি লাইন পার হলো। তার সামান্য সময় পরেই আরো দুটি হাতি পার হলো লাইন দিয়ে। যদিও তার আগের হাতিটিকে দেখার পরই ইঞ্জিন থামিয়ে দেন ওই চালক। দ্রুত তিনি সিদ্ধান্ত নেওয়ায় এবং রেলপথে নজর রাখা য় রক্ষা পায় তিনটি হাতি। রেলমন্ত্রীর ওই টুই ট দেখে বহু মানুষ তা শেয়ার করেছেন এবং নানান মন্তব্য করেছেন। যেখানে ফুটে উঠেছে ওই রেলকর্মীর তৎপরতায় প্রশংসা। একইসঙ্গে মানবিকতা দেখানোর জন্য সাধারণ মানুষ ধন্যবাদ জানিয়েছেন ওই ট্রেনচালককে।

ডুয়ার্সের মধ্যে দিয়ে যাওয়া রেলপথে হাতির মৃত্যু নিয়ে যথেষ্টই মাথাব্যথা প্রশাসনের। কেননা হাতির করিডোরের মধ্যেই রেল লাইন তৈরি করায়, তা নিয়ে বাধা দিয়েছিলেন পরিবেশকর্মীরা। কিন্তু বাস্তবে তা মানা হয়নি। সম্প্রতি কলকাতা হাইকোর্ট স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে। ডুয়ার্সে হাতি, বাইসান সহ বিভিন্ন জীব জন্তুর নিরাপত্তায় ব্যাবস্থা নেওয়ার নির্দেশ দেয় কোর্ট। এবার সেই রেল পথেই হাতিকে বাঁচাতে যেভাবে রেলকর্মীরা তৎপর হলেন, তা একটি উদাহরণ হিসেবেই দেখছেন রেল কর্তারা।

Share.
Leave A Reply

Exit mobile version