কলকাতা ব্যুরো: আবারও পূর্ণ বয়স্ক হাতির মৃত্যু হলো জঙ্গলমহলে। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্ৰাম জেলার নয়াগ্ৰাম ব্লকের মলম গ্রাম পঞ্চায়েতে ৷ বনদফতর সূত্রে খবর, মৃত পুরুষ হাতিটির বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে নয়াগ্ৰামের ছোট ঝরিয়া গ্রামের ধান জমির পাশে পুরুষ হাতিটির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা বনদফতরে খবর দিলে কর্মীরা ঘটনাস্থলে এসে হাতির দেহটি উদ্ধার করে নিয়ে যান ৷ পূর্ণবয়স্ক হাতিটির মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হবে বলে জানা গিয়েছে।

তবে জঙ্গলমহলে বারবার হাতি মৃত্যুর ঘটনায় যথেষ্ট চিন্তিত পশুপ্রেমীরা। অন্যদিকে চাষিদের বিরুদ্ধে অভিযোগ, হাতির আক্রমণ থেকে ফসল বাঁচাতে চাষিরা প্রায়শই জঙ্গল লাগোয়া চাষের জমি বৈদ্যুতিক তার দিয়ে ঘিরে রাখেন। এটা হাতি তো বটেই, মানুষের জন্যও মরণফাঁদ ৷ এক্ষেত্রে তেমন কিছু ঘটেছে কিনা, তা তদন্ত করে জানার চেষ্টা করছে বনদফতর এবং পুলিশ-প্রশাসন।

Share.
Leave A Reply

Exit mobile version