কলকাতা ব্যুরো : অবশেষে ইকবালপুর এলাকায় তরুণী খুনের ঘটনার কিনারা করল পুলিশ। ঘটনায় তরুনীর প্রেমিক এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদের বাড়ির পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় তরুনীর দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে সাবা খাতুন ওরফে নয়না নামে ওই তরুণীর সঙ্গে শেখ সাজিদ ওরফে রোহিতের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে।

পুলিশের অনুমান ওই তরুণী রোহিতকে ব্ল্যাকমেইল করছিল। রোহিতের জবানবন্দিতে এইরকম তথ্যই উঠে এসেছে। তারই বদলা নিতে রোহিত শ্বাসরোধ করে তরুণীকে খুন করে। তারপর তাকে বস্তাবন্দি করে বাড়ির সামনে ফেলে দেয় রোহিত এবং তার স্ত্রী অঞ্জুম বেগম। গতকাল রাতে রোহিত ও অঞ্জু বেগমকে ইকবালপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে গত বৃহস্পতিবার রোহিতের বাড়িতে আসেন নয়না। সে সময়ে রোহিতের স্ত্রী অঞ্জুম বেগম বাড়িতে ছিলেন না। রোহিত এবং নায়না দুজনেই মদ্যপান করেন। এরপর হঠাৎই রোহিত নয়নকে শ্বাসরোধ করে খুন করে। তারপর রোহিত তার স্ত্রী অঞ্জু বেগমকে ডেকে আনে। দুজনে মিলে নয়নার বস্তাবন্দি দেহ বাড়ির বাইরে ফেলে দেয়।

সন্দেহ এড়াতে তারাই পুলিশকে ফোন করে সেই বস্তাবন্দি দেহর কথা জানায়। নানাভাবে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এদিকে সন্দেহ হওয়ায় অঞ্জুম বেগমকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। শেষ পর্যন্ত জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে অঞ্জুম বেগম এবং নিজেদের দোষ স্বীকার করে।

Share.
Leave A Reply

Exit mobile version