কলকাতা ব্যুরো: বিনিয়োগকারী সংস্থার সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্ক অনেক আগেই ছিন্ন হয়েছে। নতুন স্পনসর এখনও পায়নি ইস্টবেঙ্গল। এই অবস্থায় লাল-হলুদের ফুটবলাররা বকেয়া নিয়ে সরব হলেন। গত মরশুমে যে সমস্ত খেলোয়ারের বকেয়া এখনও বাকি তারা ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির দ্বারস্থ হয়েছেন।

অভিযোগ বেশ কয়েক মাসের বকেয়া বাকি আছে, মিটিয়ে দিতে হবে। এই অভিযোগের ভিত্তিতে ইস্টবেঙ্গল ক্লাবকে সেপ্টেম্বরের ৪ তারিখের মধ্যে তাদের অবস্থান স্পষ্ট করতে বলেছে প্লেয়াস স্ট্যাটাস কমিটি। গত মরশুমে ১৬ জন ফুটবলারের সঙ্গে চুক্তি হয় ক্লাবের। তাদের মধ্যে ৭ জন ইতিমধ্যেই ফুটবল প্লেয়ার্স এসোসিয়েশনের কাছে তাদের ক্ষোভ ব্যাক্ত করেছেন। উল্লেখ্য, ইস্টবেঙ্গলের ফুটবলারদের বকেয়া মেটানোর দায় ছিল বিদায়ী ইনভেস্টরের।

Share.
Leave A Reply

Exit mobile version