কলকাতা ব্যুরো: লক্ষ্য একুশের ভোট। উপলক্ষ্য দুর্গাপুজো। এবছর দুর্গাপুজোর উদ্যোগ বঙ্গ বিজেপির। এবছর নিজেদের উদ্যোগেই দুর্গাপুজো করতে চায় বঙ্গ বিজেপি। এ জন্য কলকাতায় উপযুক্ত একটি জায়গার খোঁজও চালাচ্ছে দল। পঞ্জিকা, আচার- উপাচার মেনেই হবে পুজো। প্রতিমা, মণ্ডপ-সবই থাকবে। মণ্ডপের কাছাকাছি কোনো মঞ্চে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলার সংস্কৃতি, বিশেষত লোক শিল্পের অনুষ্ঠানকে গুরুত্ব দেওয়া হবে সেখানে। আজই বিষয়টি চূড়ান্ত হবার সম্ভাবনা।

গত কয়েক বছর ধরেই দুর্গাপুজোকে ঘিরে রাজনৈতিক চাপান উতোর চলছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে। বিজেপির অভিযোগ, এ রাজ্যে দুর্গাপুজো করতে দেয় না মমতা বন্দ্যোপাধ্যাযের সরকার। অন্যদিকে মমতার স্পষ্ট অভিযোগ, এ নিয়ে বিভাজনের রাজনীতি করছে বিজেপি।

এবছরও মমতার পরিষ্কার অবস্থান, করোনা আবহেও স্বাস্থ্য বিধি মেনেই পুজো হবে। পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা এবং এখন থেকে পুরোহিতদের মাসে ১ হাজার টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য। একুশের ভোটের আগে তা নিয়ে খানিকটা ব্যাকফুটে বঙ্গ বিজেপি। সে কারণেই করোনা আবহে পুজো করা উচিত নয় বলেও, নিজেরাই পুজো করতে উদ্যোগী হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ষষ্ঠীর দিন বিজেপির মন্ডপে প্রচারের ব্যবস্থা থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল ভাষণ।

Share.
Leave A Reply

Exit mobile version