কলকাতা ব্যুরো: ভারতীয় সেনা বাহনীতে নিয়োগকে কেন্দ্র সরকারের অগ্নিপথ স্কিমের বিরোধিতার আগুন এবার ছড়িয়ে পড়লো খাস কলকাতার বুকেও। অবিলম্বে এই স্কিম বাতিলের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখলো ছাত্র সংগঠন ডিএসও-ডিওয়াইও। শনিবার কলকাতার হাজরা মোড়ে একদল ডিএসও-ডিওয়াইও সমর্থক বিক্ষোভ দেখাতে থাকেন। কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ নিয়ে বিরোধিতার জেরে স্তব্ধ হয়ে যায় ওই এলাকার যান চলাচল। তাঁদের দাবি অবিলম্বে এই স্কিম বাতিল করতে হবে।
পরে অবশ্য পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং বিক্ষোভকারীদের সরিয়ে দিতে চায়। বিক্ষোভ হটাতে গিয়ে প্রায় ৬০ থেকে ৭০ জন বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি বাধে পুলিশের। পরে পুলিশ বিক্ষোভকারীদের আটক করে লালবাজারের সেন্ট্রাল লক আপে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, কোনওরকম অনুমতি ছাড়াই এই বিক্ষোভ মিছিল হচ্ছিল। আর সেই কারনেই বিক্ষোভকারীদের আটক করা হয়েছে। এরপরই ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
তবে শুধু কলকাতাই নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় এই নিয়ে বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভের আগুন। সেই আগুনের গ্রাসে পড়ে জ্বলেছে একের পর এক ট্রেন। বালিয়া, সেকেন্দ্রাবাদের মতো স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা।
এদিকে বিক্ষোভের আগুন যাতে বেশি ছড়িয়ে না পড়ে তার জন্য আগেভাগেই রাজ্যগুলিকে সতর্ক করেছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রক চিঠি দিয়ে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য সচিবদের।