কলকাতা ব্যুরো: মাদক মামলায় সৌভিক ও স্যামুয়ালকে গ্রেপ্তারের পর এবার গ্রেফতার করা হলো দীপেশ সাওয়ান্তকে। সাওয়ান্ট মৃত অভিনেতার বাড়ীর ম্যানেজার ছিলেন। সম্ভবত আজ তাকে কোর্টে তুলবে এনসিবি।
এদিকে এনসিবির তলব পেয়ে আজই তদন্তকারীদের মুখোমুখি হতে পারেন রেহা চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যু এবং আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্ত করতে নেমে প্রথম এই মামলায় মাদকচক্রের যোগ উদ্ধার করে ইডি। অভিযুক্ত সুশান্তের বান্ধবীর মোবাইলের সূত্র ধরে মাদক যোগ উঠে আসতেই তদন্তে ঢুকে পড়ে নারকটিকস কন্ট্রোল ব্যুরো। এখন পর্যন্ত এই মামলায় এনসিবি সাত জনকে গ্রেপ্তার করেছে।
শুধু সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নয়, এনসিবির তদন্তে উঠে আসা প্রাথমিক তথ্য অনুযায়ী, অপরাধ জগত এবং বলিউডের সঙ্গে মাদকের বেশকিছু ইঙ্গিত পাওয়া গিয়েছে।
এদিন দীপেশকে গ্রেপ্তার প্রসঙ্গে এনসিবি জানিয়েছে, সকলের কাছ থেকে মাদক সংগ্রহ করা এবং তারা রাখার বেশ কিছু প্রমাণ তার বিরুদ্ধে পাওয়া গিয়েছে। একদিকে মোবাইলের সূত্র অন্যদিকে সাক্ষী দের জেরায় উঠে আসা তথ্য ধরেই অভিযুক্ত হিসেবে দিপেশকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি এন সি বির।