কলকাতা ব্যুরো: আবার সন্দেহজনক ড্রোন উড়ল কাশ্মীরে আরএস পুরা সেক্টরের আর্নিয়া আন্তর্জাতিক সীমান্তের গায়ে। শনিবার রাতে ওই এলাকায় ড্রোন উড়েছে বলে রবিবার জানাল বিএসএফ। এদেশের সীমান্তরক্ষী বাহিনী শনিবার রাতে ড্রোন টি নজরে আসতেই গুলি চালায়। সীমান্ত এলাকায় ড্রোন টি দ্রুত পাকিস্তানের দিকে চলে যায় বলে জানিয়েছে বিএসএফ।

এর আগে ২০ নভেম্বর নৌ সেরা সেক্টরে দুটি ড্রোন সীমান্তের উপরে উড়তে নজরে আসে। ফের গুলি চালায় বিএসএফ। তখনো সেটি পাকিস্তানের দিকে চলে যায়। আবার পরের দিন ২১ নভেম্বর কাশ্মীরের মেনধার সেক্টরে লাইন অফ কন্ট্রোলের উপরে ড্রোন উড়তে দেখে পাল্টা হামলা করে বিএসএফ। যুদ্ধবিরতির মধ্যেই পাকিস্তানের দিক থেকে বেশ কিছুদিন ধরেই এমন ড্রোন নজরদারি চলছে বলে অভিযোগ সীমান্তরক্ষী বাহিনীর।

কয়েক মাস আগে থেকেই এদেশে ড্রোন পাঠানো শুরু হয়েছিল। কাশ্মীরের বিভিন্ন আন্তর্জাতিক সীমান্ত টপকে ইতিমধ্যেই কয়েকটি ড্রোন বাজেয়াপ্ত করা হয়। সেগুলির কোনটি তে আগ্নেয়াস্ত্র, আবার কোনোটিতে মাদক বোঝাই করে পাঠানো হয়েছিল এপারে। পাক মদতপুষ্ট জঙ্গিদের কাছে। এমনকি একটি ড্রোনে চীনের ছাপমারা ছিল বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। পাকিস্তানের সীমান্তে যুদ্ধবিরতিতে মধ্যেই ভিন দেশ থেকে সীমান্তে নজরদারি চালানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ ভারতীয় সেনাবাহিনীরও।

Share.
Leave A Reply

Exit mobile version