কলকাতা ব্যুরো: আসানসোল রামসায়র ময়দানে প্রত্যায়ীর উদ্যোগে নাট্য উৎসব। প্রয়াত আলোকসম্পাদ শিল্পী বাবলু ভট্টাচার্য নাট্য আঙিনায় শীতের গোধূলিতে বাসছে নন প্রসেনিয়ম নাট্য উৎসব। শুক্রবার এই উৎসবে উদ্বোধন করেন বিধায়ক ও আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যন তাপস বন্দোপাধ্যায়।
তিনদিনের এই নন প্রসেনিয়াম নাট্য আঙিনায় প্রথম দিনের “পট দীপ ও ধ্বনি ” শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্য পরিচালক দেবাশীষ দত্ত। দ্বিতীয় দিনের প্রদর্শীত নাটকগুলি হলো সতীর্থ নাট্য সংস্থার “শিব ঠাকুরের আপন দেশে “, আসানসোল রেপটারি থিয়েটারের ” চোর “, চর্য্যপদ গোষ্ঠীর ” অন্যরকম “, বার্নপুর দিশারীর “মহাবিদ্যা “।
রবিবার ওই একই মঞ্চে অনুষ্ঠিত হবে সুভাষ সমিতি প্রযোজিত “সেমসাইড “, ব্রাত্য জনের “ফাঁদ “, অমিয় মেমোরিয়াল ক্রিয়েটিভ আর্টের ” বীরপুরুষ “, কথা ভাষ্যর “সেলসম্যান ” ও এবং আমরা গোষ্ঠীর ” অন্ধ যুগ “সতীর্থ ” র প্রবীণ নাট্যকার, পরিচালক ও শিল্পাঞ্চলের বিশিষ্ট অভিনেতা বাণীব্রত রাজগুরু সাক্ষাৎকারে জানান – “রবীন্দ্র ভবন আমাদের মতো দলের পক্ষে যথেষ্ট ব্যায় সাপেক্ষ।
তাই শিল্পাঞ্চলে নন প্রসেনিয়াম নাট্য চর্চা আরো বাড়ানো প্রয়োজন” l প্রত্যায়ীর পক্ষে সুদীপ্ত রায় নন প্রসেনিয়াম নাট্য চর্চার গুরুতের সপক্ষে বক্তব্য রাখেন।