কলকাতা ব্যুরো: নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মনোনীত হলেন। চলছে করোনা পরিস্থিতি। জারি রয়েছে তার বিরুদ্ধে লড়াই। সামনেই আবার মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন। এরইমধ্যে ইজরায়েল, আরব আমিরশাহি সহ বিশ্বের নানা প্রান্তের সমস্যা মেটানোর সাদর্থক ভূমিকার জন্যই তাঁর নাম মনোনীত করা হয়েছে বলে জানা গিয়েছে।
Previous Articleকসবায় তিন তলার ফ্ল্যাট থেকে ঝাঁপ?
Next Article দিনে লক্ষ সংক্রমণ ছোয়ার অপেক্ষা