কলকাতা ব্যুরো: বিজয়ার সকালে অস্ত্র পূজা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই ছবির ভিডিও প্রকাশ করে দিলীপ ঘোষ লিখেছেন, অধর্মের উপর ধর্মের বিজয়, অন্যায়ের ওপর ন্যায়ের বিজয়, এটাই বিজয়াদশমীর আহ্বান। শস্ত্র হচ্ছে শক্তির প্রতীক, দেশ ধর্ম সমাজ রক্ষার জন্য শস্ত্রের প্রয়োজন, শস্ত্রই আমাদের রক্ষা করে।
বিজেপির রাজ্য সভাপতির এই অস্ত্র পূজা নিয়ে শুরু হয়েছে নানান মহলে নানান আলোচনা।

এর আগে বিজযইয়ার শুভেচ্ছা জানিয়ে দলীয় নেতাকর্মীদের কাছে নিজের হোয়াটসঅ্যাপ বার্তা দেন বিজেপি রাজ্য সভাপতি। সেখানে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে সওয়াল করেন তিনি। এর সঙ্গে তিনি দলের রাজ্য সভাপতি হওয়ার পর, কিভাবে এ রাজ্যে বিজেপি দ্রুত বিস্তার লাভ করছে, সে অংক তুলে ধরেন তিনি। ২০১৪ সালে এ রাজ্যে বিজেপির শক্তির সঙ্গে ২০১৬ সালে তিনি দলের দায়িত্ব নেওয়ার পর সেই শক্তি আজ কোথায় গিয়েছে দলীয় জনপ্রতিনিধিদের সংখ্যা তুলে ধরে সেই হিসেব দেন তিনি।

২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচন রক্তাক্ত হওয়া, কারচুপির সহ নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বিজেপি ছ’ হাজারের বেশি আসন জয়লাভ করে বলেও জানিয়েছেন তিনি ২০১৯ এ এক ধাক্কায় আঠারোটি সাংসদের পদ জেতার পিছনেও কঠোর নিষ্ঠা ও দলীয় কর্মীদের পরিশ্রম কেই তিনি প্রশংসা করেছেন। ২০১৯ এর লোকসভার ভোটের ফল অনুযায়ী এরাজ্যে ১২২ টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এখন বিধানসভায় বিজেপির আসন সংখ্যা ১৬। এই সব চুলচেরা অংক তুলে ধরে দিলীপ ঘোষ বুঝিয়েছেন, একুশে বিধানসভাই তার এখন পাখির চোখ। তার আগেই সকলকে উদ্বুদ্ধ করতে তিনি বিজয়ার শুভেচ্ছা বার্তাকেই বেছে নিয়েছেন।

Share.
Leave A Reply

Exit mobile version