কলকাতা ব্যুরো: সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেলের আগে ডিজিটাল মিডিয়ায় নিয়ন্ত্রণ আবশ্যক। এ সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করে এ কথা জানালো কেন্দ্র। দেশের শীর্ষ আদালতই এ বিষয়ে কেন্দ্রের বক্তব্য হলফনামা জমা দিয়ে পেশ করতে বলেছিল।
কেন্দ্রের বক্তব্য, সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেলের নিয়ন্ত্রণে যে আইন রয়েছে, তার মাধ্যমে দায়িত্বশীল সাংবাদিকতা ও খবর সম্প্রচার অনেকটাই নিয়ন্ত্রণের সুযোগ রয়েছে। কিন্তু হোয়াটসআপ, টুইটার, ফেসবুক, ইউটিউবের মাধ্যমে কোনো খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে যাচ্ছে। তা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কার্যকরী ব্যবস্থার অভাব রয়েছে। এজন্য কোনো ওয়েব পোর্টাল বা ইউটিউব চ্যানেলগুলি নিয়ন্ত্রণে একটি নীতি জরুরি। এই বিষয়টিতেই শীর্ষ আদালতের আগে পদক্ষেপ করা জরুরি বলে মনে করে কেন্দ্র।