কলকাতা ব্যুরো- ২০২০ আইপিএল-এ লিগের একদম নীচে শেষ করার পরে ২১-এর প্রথম ম্যাচেই হার পেল ধোনির চেন্নাই সুপার কিংস। শনিবার মাঠে ব্যাট করতে নেমে ২ বমে ০ রান করে ফিরে আস্তে হয় অধিনায়ককে। তার পর ম্যাচ হেরে যাবার পরেই শুরু হয়ে গেল বয়স নিয়ে চর্চা। সুনীল গাওস্কর বলে দিলেন, ধোনির উচিত ব্যাটিং অর্ডার ঠিক করে সাজানো।

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রিসব পন্তের দিল্লি ক্যাপিটালস। দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ও ফাফ দু প্লেসিস এর ব্যর্থতার প্রথমদিকে ধীরগতিতে রাগ উঠছে থাকলেও সুরেশ রায়না ও মঈন আলি যখন স্বমহিমায় ব্যাট চালাতে শুরু করে ধীরে ধীরে রানের গতি বাড়তে থাকে। শেষের দিকে রবীন্দ্র জাদেজা ও শ্যাম করেন দলের মোট রান সংখ্যা ১৮৮তে নিয়ে যায়। দলের তরফে সুরেশ রায়না সর্বোচ্চ 36 বলে 56 রান করেন। এছাড়া মঈন আলি করেন 24 বলে 36, স্যাম কারেন করেন 15 বলে 34 এবং রবীন্দ্র জাদেজা 17 বলে 26 রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে দিল্লি যেন কোনো সুযোগই দেয়নি চেন্নাইয়ের বোলারদের। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে দুই ওপেনার শিখর ধাওয়ান ও পৃথ্বী শ্ব 14 ওভার এর মধ্যেই 138 রান তুলে ফেলেন। তারপর ধীরে ধীরে খুব ঠান্ডা মাথায় তারা খেলা শেষ করে 18 ওভার 4 বলে মাথায়। দলের তরফে সর্বোচ্চ রান করেন শিখর ধাওয়ান 54 বলে 85। পৃথ্বী করেন 38 বলে 72 রান। ম্যাচের সেরা শিখর। মরশুমে শুরু থেকেই ছন্দে দেখা গেল দিল্লির খেলোয়াড়দের। শ্রেয়াস আইয়ার, কাগিসো রবাডার মত হাই ভোল্টেজ খেলোয়াড় দলে না থাকা সত্বেও অনায়াসেই ১৮৮ এর লক্ষে পৌঁছে যায় তারা

পরের খেলা রবিবার, সন্ধ্যে ৭.৩০ মিনিটে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স। স্থান – চেন্নাই।

Share.
Leave A Reply

Exit mobile version