কলকাতা ব্যুরো: এক মাসের দার্জিলিং সফরে আজ দার্জিলিং পৌঁছেই রাজ্যকে চড়া সুরে আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। আইন শৃঙ্খলা থেকে স্বাস্থ্য ব্যবস্থা, কৃষকদের দুরবস্থা থেকে কেন্দ্রীয় প্রকল্পের সাহায্য না নেওয়া নিয়ে তিনি চরম আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যাযের সরকারকে।
রাজ্যপাল বলেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। কিন্তু রাজ্য আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা নেয় নি। রাজ্য সরকারের দূরদর্শিতার অভাবের জন্য ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নিয়ে অন্য রাজ্যের কৃষকেরা ১২ হাজার টাকা করে পেয়েছেন। বঞ্চিত হয়েছেন এ রাজ্যের কৃষকরা। এখন ২০ মাস বাদে উনি টাকা চাইছেন।
বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্হিতি নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের বাদানুবাদ চলছে গত কয়েক মাস ধরেই। এদিন সেই প্রসঙ্গেরও উত্থাপন করেন রাজ্যপাল। তিনি বলেন, বারে বারে লিখেও চিঠির উত্তর পাওয়া যায় না। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করলে দুর্বল উত্তর মেলে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর বলেছে, রাজভবন যে সমস্ত তথ্য দিচ্ছে তা ভিত্তিহীন। রাজ্যের পাঁচ জন ডিভিশনাল কমিশনার জেলা শাসকদের কাছ থেকে সংগ্রহ করেছেন, সেটাই রাজভবন ও রাজ্যের মুখ সচিবের কাছে পাঠিয়েছেন। রাজ্য তা অস্বীকার করে কি করে ? এই সরকার আইনের শাসন মানছে না। সংবিধান ও মানছে না।

Share.
Leave A Reply

Exit mobile version