কলকাতা ব্যুরো: শনিবার সন্ধ্যায় বিধ্বংসী আগুন লাগে নিউটাউনের হাতিয়াড়া একটি কলোনিতে। নিবেদিতা পল্লী নামে ওই কলোনিতে আগুনে কয়েকশো ঝুপড়ি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। দমকল আসার আগেই বহু বাড়ির গ্যাস সিলিন্ডার আগুন লেগে বস্ট করে।
ফলে আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দমকলের দশটি গাড়ি এসে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে। কিন্তু হাতিয়ার ঘনবসতিপূর্ণ এলাকায় ওই কলোনিতে জলের ব্যবস্থা তেমন ছিল না। ফলে বহু দূর থেকে দমকলকে জল আনতে হয়। তাতে অনেকটা দেরি হয় বলে দাবি দমকলের। কি করে আগুন লাগল জানা যায়নি। ঘন্টা দেড়েক ধরে আগুন এখনো জ্বলছে গোটা বস্তিতে।
বস্তির আশপাশে বহু আবাসন রয়েছে। সেখান থেকে লোকজনকে দ্রুত সরে যাওয়ার জন্য সতর্ক করেছে পুলিশ। কেননা আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।