কলকাতা ব্যুরো: ডেবরায় নিজের সংসদীয় অফিস করোনার আইসোলেশন ওয়ার্ড হিসেবে খুলে দিলেন সাংসদ দেব। ফলে পশ্চিম মেদিনীপুরে নতুন করে করোনা রোগীদের রাখার নতুন জায়গা পেয়ে কিছুটা স্বস্তি পেল প্রশাসন।আর এই কাজ করে অভিনেতা দেব একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তথাকথিত রাজনৈতিক দলগুলোকেই।
সাংসদ তার ডেবরায় দলীয় অফিস আইসোলেশন ওয়ার্ড হিসেবে চালু করার ছবি টুইট করে জানিয়েছেন, মানুষের পাশে দাঁড়ানোর এটাই মোক্ষম সময়।
এই অবস্থায় তাঁর অভিমত, যেখানে যাদের যত দলীয় অফিস রয়েছে, সেই অফিসগুলোকে এই ভাবেই মানুষের কাজের জন্য ব্যবহার করতে দেওয়ার এটাই উপযুক্ত সময়। তৃণমূল সাংসদের এই আবেদনে সাড়া দিয়ে কে বা কোন দল এগিয়ে আসে বা আদপে কেউ সাড়া দেয় কি না সেদিকেই তাকিয়ে থাকতে হবে।
এই করোনা আবহে এবং লকডাউন চলার মধ্যে মুম্বাইয়ের অভিনেতা সনু সুদ সমাজসেবায় একেবারে নিজেকে সামনের সারিতে নিয়ে এসেছেন। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো দিয়ে শুরু। পরবর্তীতে শ্রমিকদের নিজে কর্মসংস্থান দিয়েছেন। সে কঠিন সময়ে সমাজের প্রতি কর্তব্য কতটা করা যায় তার প্রমাণ করে দিয়েছেন সনু।
টালিগঞ্জের অভিনেতা তথা সাংসদ দেব একইভাবে নিজের কাজ করে চলেছেন একেবারেই নীরবে। এর আগেও লকডাউনের মধ্যে বিদেশে পড়তে যাওয়া ডাক্তারি ছাত্র-ছাত্রীদের ফিরিয়ে আনতে ব্যক্তিগত উদ্যোগ নিয়েছিলেন বাংলার এই সাংসদ। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন এই তৃণমূল সাংসদ।
শুধু তাই নয়। হাসপাতালে ভর্তি থেকে রক্তের ব্যবস্থা, লকডাউনে বাড়িতে থেকে বিতাড়িত ভাড়াটের পাশেও দাড়াতে দেখা গিয়েছে এই সাংসদ – অভিনেতা দেবকে।
এবার নিজের দলীয় অফিস করোনা আবহে রোগীদের জন্য ব্যবহারের সুযোগ করে দিলেন তিনি।