কলকাতা ব্যুরো: দ্বিতীয় দফায় করোনা ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় পূর্বপরিকল্পনা মত ২৩ নভেম্বর রাজ্যে স্কুল কলেজ খোলার পরিকল্পনা বাতিল করল গুজরাট সরকার। বৃহস্পতিবার সরকারের তরফে টুইট করে এই তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘন্টায় গুজরাটে ১৩৪০ সংখ্যাক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যে।
গুজরাট সরকার গোটা রাজ্যে ২৩ নভেম্বর স্কুল কলেজ খোলার কথা ঘোষণা করেছিল। সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কিন্তু এখন নতুন করে করোনা আক্রমণ বাড়তে থাকায় স্কুল কলেজ এখনই খোলার পথে হাঁটতে চাইছে না সরকার।
এরাজ্যে এখন প্রতিদিন আবার চার হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। ফলে প্রাথমিকভাবে কালীপুজোর পরে স্কুল কলেজ খোলার কথা জানানোর পরিকল্পনা নিলেও, এখনো পর্যন্ত রাজ্য সরকার তেমন কিছু জানাচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, অন্যান্য বেশ কয়েকটি রাজ্যে, স্কুল খোলার পর পড়ুয়াদের মধ্যে দ্রুত করোনা সংক্রমণ ছড়ানোর প্রবণতা দেখা গিয়েছে। তাই এ ব্যাপারে আরও একটু ধীরে চলো নীতি নেওয়া প্রয়োজন।
Previous Articleপথ দুর্ঘটনায় ইউপিতে ১৪ জনের মৃত্যু
Next Article সুজাপুরে বিস্ফোরণে মৃত্যু বাড়লো, ঘটনাস্থলে এসটিএফ