কলকাতা ব্যুরো: রবিবার রাজ্যসভায় কৃষি বিল পাশ করানোর সময় হাঙ্গামার অভিযোগে সাসপেন্ড হয়েছেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি বিলের কপিটি ছেঁড়ার চেষ্টা করেন এবং রুল বুক ছিঁড়ে ফেলেন।

ডেরেক অবশ্য জানিয়েছেন, তিনি বিলের কপি কিংবা রুল বুক ছেঁড়েননি। তবে একইসঙ্গে তিনি বলেন, যদি তা করেও থাকতাম তবে বলতাম, বেশ করেছি।কোন রুল মানছে সরকার ? নরেন্দ্র মোদী সরকারকে স্বৈরতান্ত্রিক বলেও মন্তব্য করেছে তৃণমূল।

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর অবশ্য বলেন, কৃষি বিল পাশ আটকানো ঠেকানোর জন্য উপযুক্ত সংখ্যা নেই বুঝেই রাজ্যসভায় গোলমাল করেছে বিরোধীরা।

Share.
Leave A Reply

Exit mobile version