কলকাতা ব্যুরো: বর্ষা বিদায় নিলেও এখনো নিম্নচাপের গেরো পিছু ছাড়ছে না বাংলার। বঙ্গোপসাগরের উপরে ঘনীভূত হওয়া একটি নিম্নচাপের জেরে আবারও প্রকৃতি সামান্য হলেও বিরূপ বাংলায়।
শনিবার থেকেই রাজ্যের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তার প্রভাব থাকবে। ফলে কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা আছে। যে জেলাগুলিতে বৃষ্টি হবে না, সেখানে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রযেছে।
আর এর জেরেই এখন যে হালকা শীতের পরশ ভোরের দিকে পাওয়া যাচ্ছিল, তাও কদিনের জন্য উবে যাওয়া আশঙ্কা তৈরি হয়েছে।
মায়ানমার উপকূলে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্ত বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়াবে। ফলে একদিকে যেমন হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে কিছু জেলায়, তেমনি গরমে অস্বস্তি বাড়াবে দক্ষিণবঙ্গের জেলায়।
দশমীর পর থেকেই মাঝরাতে বা ভোরের দিকে একটা ঠান্ডা অনুভূতি পাচ্ছিল দক্ষিণবঙ্গ। এই নিম্নচাপের জেরে আপাতত সপ্তাহ খানেক তাও পালাবে বলে মনে করা হচ্ছে। তবে নিম্নচাপের জন্য ভারী বৃষ্টি বা বড় রকমের ঝড়-বৃষ্টির তেমন কোন পূর্বাভাস নেই বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

Share.
Leave A Reply

Exit mobile version