কলকাতা ব্যুরো: নিয়োগের দাবিতে ২০১৪-এর টেট ( TET ) উত্তীর্ণদের দফায় দফায় বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ালো হাজরা মোড়ে। বুধবার দুপুর ১টা নাগাদ প্রথম দফার বিক্ষোভ হয়। চাকরিপ্রার্থীরা হাজরা মোড়ে জড়ো হলে পুলিশ তাঁদের সরাতে যায়। তারপরই শুরু হয় ধস্তাধস্তি। এরপর পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে নিয়ে চলে যায়। তার কিছুক্ষণ পর, পৌনে ২টো নাগাদ ফের জড়ো হন টেটের চাকরিপ্রার্থীরা। সেই সময়ও পুলিশ বাধা দিলে ফের শুরু হয় ধস্তাধস্তি। চাকরি প্রার্থীদের টেনে হিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ।
তবে এদিন শুধু হাজরা মোড়েই নয়, টেটে নিয়োগের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে সল্টলেকের করুণাময়ীও। ২০১৪-এর প্রাথমিক টেট ( TET ) এর চাকরিপ্রার্থীরা এদিন নিয়োগের দাবিতে করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রাইমারি টেটে ( TET ) যাঁদের মেরিট লিস্টে নাম আছে, অথচ চাকরি পাননি, তাঁরা বিক্ষোভ দেখান। এরপরই পুলিশ টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের গাড়িতে তোলে।
পুলিশ সূত্রে খবর, করুণাময়ী থেকে ৫০ জনকে আটক করা হয়েছে। রীতিমতো চ্যাংদোলা করে পুলিশের গাড়িতে তোলা হয় চাকরিপ্রার্থীদের! তবে বিক্ষোভকারীদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১ সালের জুন মাসে বলেছিলেন, পুজোর পরে বাকিদের নিয়োগ দেবেন, কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ অধরা।