কলকাতা ব্যুরো: আবার দিল্লিতে বড়োসড়ো নাশকতার জাল ছিন্ন করল দিল্লি পুলিশ। সোমবার গভীর রাতে দিল্লির মিলেনিয়াম পার্ক এলাকা থেকে দুই জইশ-ই-মহম্মদ জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে দুটি semi-automatic পিস্তল ও দশটি কার্তুজ উদ্ধার করা হয়।
ধৃত আব্দুল লতিফ মীর কাশ্মীরের বারামুল্লা জেলার বাসিন্দা। অন্যদিকে মহম্মদ আশরাফ খতরা কাশ্মীরের কুপওয়ারা জেলার বাসিন্দা। দুজনেই ২০ ও ২২ বছর বয়স। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে মিলেনিয়াম পার্ক এলাকায় সারাইকেলা খান এর একটি ঘাঁটি ঘিরে ফেলে পুলিশ। সেখান থেকেই এই দু’জনকে গ্রেফতার করা হয়। কাশ্মীরের বাসিন্দা হলেও আদতে জইশ-ই-মহম্মদের সদস্যরা কোন কারণে দিল্লিতে এসেছিল সে ব্যাপারে তাদের জেরা করা হচ্ছে।
গত মাসেই দিল্লি পুলিশ কাশ্মীর থেকে আসা তিনজনকে গ্রেপ্তার করেছিল। তারা সকলেই একটি জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালানোর ছক করেছিল বলে জানতে পারে পুলিশ। দিল্লিতে তাদের অস্ত্র এবং অন্যান্য বিস্ফোরক সরবরাহকারীকেও চিহ্নিত করে সে সময় গ্রেপ্তার করা হয়। ফলে বড় বিপদ আটকানো গিয়েছিল।

Share.
Leave A Reply

Exit mobile version