কলকাতা ব্যুরো: এক টুরিস্ট গাইড তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল দিল্লিতে। এই ঘটনায় শনিবার দিল্লির গ্রেটার নইডা থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
ওই গণধর্ষণের অভিযোগে ইতিমধ্যে এক মহিলাসহ ছ’ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে ২৭ বছর বয়সী ওই তরুণী ট্যুর গাইড এর কাজ করতেন। তাকে একটি ব্যাংক থেকে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে হোটেলে শুক্রবার রাতে ডেকে পাঠানো হয়েছিল। সেখানেই তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ।