কলকাতা ব্যুরো: প্রথাগতভাবে যে সমস্ত মন্দিরে দুর্গাপুজো হয়ে আসছে, এ বছর দিল্লিতে শুধুমাত্র সেখানেই হবে দুর্গাপুজো। দিল্লি কালীবাড়ি, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ-র মতো জায়গাগুলিতেই হবে পুজো। কিন্তু কোনো সার্বজনীন পুজোর অনুমতি দেওয়া হয়নি। অবশেষে দেওয়া হলো সেই অনুমতি। এবছর শর্ত সাপেক্ষে দিল্লির সার্বজনীন দুর্গাপুজোর অনুমতি দেওয়া হলো। তবে কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্য সুরক্ষা বিধি। মানতে হবে সোশ্যাল ডিস্ট্যান্সিং। এক সঙ্গে ৫০ জনের বেশি জমায়েত করা যাবে না।

দিল্লিতে ছোট, বড় মিলিয়ে দুর্গাপুজো হয় প্রায় ১ হাজার ২০০ টি। একেবারে শেষ মুহূর্তে অনুমতি মেলায় কয়টি পুজো কমিটি সেই পুজো করতে পারবে, তা নিয়েই থাকছে প্রশ্ন।

Share.
Leave A Reply

Exit mobile version