কলকাতা ব্যুরো : আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ড ২০২০ পেলো নেটফ্লিক্সের বিখ্যাত ওয়েব সিরিজ, “দিল্লি ক্রাইম”। নভেম্বরের ২৩ তারিখ এই পুরস্কার দেওয়া হয়। এই ওয়েব সিরিজ তৈরি করেছিলেন রিচি মেহেতা। অভিনয় করেছিলেন শেফালী সাহ, রাশিফল আদিল হোসেন প্রমূখ। পুরস্কার ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে শেফালী সাহ আনন্দে আত্মহারা হয়ে ওঠেন।

টিম দিল্লি ক্রাইম-কে এই পুরস্কারের জন্য তার ইনস্টাগ্রাম একাউন্ট এ অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। অনুষ্কা শর্মা ও তার টুইটার অ্যাকাউন্টে এই ভারতীয় ওয়েব সিরিজের জন্য সমস্ত টিমকে অভিনন্দন জানান। অভিনন্দন জানিয়েছেন হৃত্বিক রোশন এবং রনবীর সিং ও দীপিকা পাড়ুকোন।

দিল্লিতে একটি গ্যাং রেপকে কেন্দ্র করে এই ছবির টানটান প্লট লেখা হয়েছিল। ছবিতে শেফালী সাহ একজন আইপিএস অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন। ২০১২ সালে দিল্লিতে গ্যাং রেপকে কেন্দ্র করে এই ওয়েব সিরিজটি তৈরি হয়েছে। কোন পরিস্থিতির মধ্যে পুলিশের অফিসারদের কাজ করতে হয় তা এখানে বর্ণনা করা হয়েছে ।

Share.
Leave A Reply

Exit mobile version