কলকাতা ব্যুরো: রাগের মাথায় দায়ের করা অভিযোগে একটি ধর্ষণের মামলা খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। রাগের বশবর্তী হয়ে তিনি অভিযোগ জানিয়ে ছিলেন বলে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন। এরপরে আর এই মামলা চালানোর কোনো যৌক্তিকতা নেই।
হাইকোর্ট তার রায় জানিয়েছে, ওই মহিলা নিঃশর্ত ক্ষমা চেয়ে জানিয়েছেন, তিনি দুই সন্তানের মা। তার পরিবার রয়েছে। এই মামলা যদি মূল বিচার পর্যন্ত যায় তাহলে তার পারিবারিক জীবন ধ্বংস হয়ে যাবে। বিচারপতি সুরেশ কুমার কাইট তার রায় এই কথা উল্লেখ করে বলেছেন, পুলিশ একটি ভুল মন্তব্য ধরে নিয়ে তদন্ত এগিয়ে ছিল। সেটা যদি ধরে নেওয়া হয় তাহলে ওই মামলা ট্রায়াল’ পর্যন্ত এগোবে। কিন্তু তিনি এখন নিঃশর্ত ক্ষমা চাইছেন।
সুপ্রিম কোর্টের ধর্ষণ মামলা নিয়ে কড়া অবস্থান থাকলেও দিল্লি হাইকোর্টের বিচারপতি মনে করছেন, এখানে তার এই মামলা চালাতে দেওয়া উচিত নয়, মহিলার বক্তব্যের পরে। তিনি যার বিরুদ্ধে অভিযোগ করেছেন, তিনি যথেষ্ট শিক্ষিত। তিনি উচ্চ শিক্ষার পাঠ নিচ্ছেন। মামলা চালানো হয় তবে তারও সমস্যা হবে।
১০ আগস্ট এই ধর্ষণের অভিযোগ থানায় হয়েছিল। নিম্ন আদালত ২৭ আগস্ট অভিযুক্তকে জামিন দিয়ে দেয়। মহিলার পরিবারের বক্তব্য অনুযায়ী, ওই ব্যক্তি তাদের পূর্ব পরিচিত।