ছবিঃ সামাজিক মাধ্যম

কলকাতা ব্যুরো : জ্যানসেনের শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৭ রান। ৩ বলে ৪ রান তোলার পর চতুর্থ বলে ২ রান নিতে গিয়ে রান আউট হয়ে যান এবি ডিভিলিয়ার্স। দল তখন ৮ উইকেটে ১৫৮ রানে দাঁড়িয়ে। ফলে বিরাটের দলকে জিততে হলে ২ বলে ২ রান করতে হত। আর রোহিতের দরকার ছিল ২ বলে ২ উইকেট। পঞ্চম বলে সিরাজ মাথা ঠাণ্ডা রেখে ১ রান নেন। এরপর শেষ বলে এল জয়। ওভারের শেষ বলে ১ রান নিয়ে বিরাট কোহলীর দলকে প্রথম ম্যাচেই জয় এনে দিলেন ২৭ রানে ৫ উইকেট নেওয়া হর্ষল পটেল। ফলে মুম্বইয়ের বিরুদ্ধে ২ উইকেটে জয় পেল আরসিবি।

টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন বিরাট কোহলী। প্রথম ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৫৯ রান করে। দলের তরফে ক্রিস লিন ৩৫ বলে ৪৯ রান করে, সূর্যকুমার যাদব ২৩ বলে ৩১ রান ও ইশান কিসান ১৯ বলে ২৮ রান করে। আরসিবি এর তরফে হারশেল প্যাটেল ৫ টি উইকেট নেয়।

জবাবে ব্যাট করতে নেমে কোহলী ও ম্যাক্সওয়েলের ঝোড়ো ৩৩ ও ৩৯ রানের ইনিংস তাদের জয়ের দিকের এগিয়ে নিয়ে যেতে থাকে। তার পরেই মাত্র ৮ রানের মধ্যে আরসিবি ৩ টি উইকেট হারালে খেলার মোড় ঘুরিতে থাকে। কিন্তু অবশেষে এবি ডিভিলিয়ার্স-এর অসাধারণ ৪৮ রানের ইনিংস টিম কোহলীকে প্রথম ম্যাচেই জয়ের মুখ দেখিয়ে দিল। ম্যাচের সেরা হারশেল প্যাটেল।

পরের খেলা চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস। সময় – সন্ধ্যে ৭.৩০, স্থান – ওয়াংখেডে স্টেডিয়াম

Share.
Leave A Reply

Exit mobile version