কলকাতা ব্যুরো : সুশান্ত মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এবার কি তবে ডেকে পাঠাবে বিখ্যাত বলিউড স্টার দীপিকা পাডুকোনকে? একটি ইংরেজি সংবাদ সংস্থা সোমবার রাতে এমনই দাবি করেছে। এই মামলায় সুশান্তের প্রেমিকা রিয়া ও তার ভাই শৌভিককে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে দীপিকা এখনও পর্যন্ত তাঁর সোশ্যাল মিডিয়ায় কোনো প্রতিক্রিয়া দেননি। জানা যাচ্ছে করিশ্মা নামের একজনের সঙ্গে দীপিকার চ্যাট সূত্র ধরেই এন সি বি তাকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে।

সম্প্রতি হোয়াটস অ্যাপ চ্যাট-এর সূত্র ধরে ‘ডি’ এবং ‘কে’ এই দুটি নামের সূত্র খুঁজতে তদন্ত শুরু করে এনসিবি। বলিউডের একাংশের দাবি এই ‘ডি’ হচ্ছেন দীপিকা এবং ‘কে’ হলেন করিশ্মা। জানা যাচ্ছে ইতিমধ্যেই করিশ্মাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। আর দীপিকাকে সমন পাঠানোর তোড়জোড় শুরু হয়েছে।

এদিকে দীপিকাকে ডেকে পাঠানোর খবর শুনে ফের সরব হন কঙ্গনা রানাওয়াত।

Share.
Leave A Reply

Exit mobile version