কলকাতা ব্যুরো: আর্থিক দুর্নীতির মামলায় অবশেষে গ্রেফতার হতে হলো আইসিআইসিআই ব্যাংকের প্রাক্তন সিইও ছন্দা কোচারের স্বামী দীপক কোচারকে। সোমবার মুম্বাইয়ে এনফোর্সমেন্ট ডাইরেকটোরেট তাকে গ্রেপ্তার করে।
ভিডিওকন সংস্থা ও তার মালিক বেনুগোপাল ধুত এবং অন্য ছ’জনকে প্রায় তিন হাজার ৯০০ কোটি টাকা লোন পাইয়ে দেওয়ার ক্ষেত্রে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল প্রাক্তন আইসিআইসিআই ব্যাংক প্রধান ছন্দা কোচার ও তার স্বামী দীপক কোচারের বিরুদ্ধে। সেই টাকার একটা অংশ ঘুরপথে ছন্দার স্বামীর সংস্থার নামে হাত বদল করে দেওয়ার অভিযোগ হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। সেই সংস্থা তেও আব্র যৌথ মালিকানায় ছন্দা কোচরের নাম। এব্যাপারে ২০১৬ সাল নাগাদ ভিডিওকন এবং আইসিআইসিআই ব্যাংকের শেয়ার হোল্ডারদের তরফে অভিযোগ যায়। এরপরেই এই মামলার তদন্তে নামে সিবিআই। পরে আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্ত হাতে নেয় ইডি।
এ বছরের প্রথম দিকে ইডি দীপকের ৭৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে। যার মধ্যে মুম্বাইয়ে ভিডিওকনের একটি বিলাসবহুল ফ্লাট ছিল। যা অতি কম পয়সায় ভিডিওকন দীপককে দিয়ে দিয়েছিল বলে দেখানো হয়। ভিডিওকনের সঙ্গে অবৈধ লেনদেনের অভিযোগে পরবর্তীতে ব্যাংকের প্রধানের পদ থেকে ইস্তফা দিতে হয় ছন্দাকে। সেই মামলায় এতদিনে দীপককে গ্রেফতার করল ইডি।

Share.
Leave A Reply

Exit mobile version